চাঁদপুরে লরি চাপায় ঘটক নিহত
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে ট্যাংকার লরির চাপায় হারুন মিয়া (৫৫) নামের এক ঘটক নিহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুণ ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামের শেখ বাড়ির বাসিন্দা।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু জানান, দুপুরে মদিনা মাকেট এলাকায় বাগেরহাট থেকে চট্টগ্রামগামী চট্ট-মেট্রো-ঢ- ৪১-০১৯৭ লরিটি হারুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে তিনি মারা যান। স্থানীয় জনতা চালক ও গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ লাশ
উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া গাড়ি ও চালককেও আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।