চাঁদপুরে ৩লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুর প্রতিনিধি generic sildenafil চাঁদপুরের মেঘনা নদীতে দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩লাখ ৭০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালিত on line pharmacy হয়। কোস্টগার্ড জানায়, রাতে ঢাকা থেকে বরগুণার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চে বিপুল পরিমান কারেন্টজাল আছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে এমভি জাহিদ-৪ ও এমভি আল্লার মর্জি লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩লাখ ৭০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
তবে এর সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। কোস্টগার্ডের বিশেষ শাখার নাবিক
মো. ফেরদৌস শাহ বিষয়টি নিশ্চিত generic cialis করে বলেন, সকাল ৯টার দিকে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।