চাঁদপুরে সিএনজি স্কুটারের আঘাতে ১ জন নিহত
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক এলাকায় সিএনজি ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার বিকেলে মারা যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭ টায় বাবুরহাট বিসিক শিল্প নগরির সামনে। মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমান মিজানকে এলাকার যুবকরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। জানা যায়, বাবুরহাট শিল্প নগরির চাঁদ বেকারীর সেলসম্যান মিজানুর রহমান মিজান (৪০) প্রতিনিদিনের ন্যায় বেকারীর কালেকশন শেষে শিল্পনগরির দিকে যাচ্ছিল। এসময় চাঁদপুর-কুমিল¬া মহাসড়কের বিসিক এলাকার সামনে বেপরোয়া গতিতে চালানো সিএনজিটি এসে বাইসাইকেলকে প্রচন্ড গতিতে আঘাত করলে সাইকেলটি ধুমরে মুচরে যায়। সাইকেলে থাকা আরোহি মিজান মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে পরে থাকে। সিএনজি স্কুটার পালিয়ে যায়। তাৎক্ষনিক এ পথ দিয়ে পুলিশের একটি টহলগাড়ি ঘটনাস্থল অতিক্রম করলেও আঘাত প্রাপ্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়নি বলে এলাকাবাসী জানায়। কিছুক্ষন পর এলাকার কিছু যুবক রক্তাক্ত যখম হওয়া অজ্ঞান ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ও পরবর্তীতে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। সোমবার রাতে তাকে চাঁদপুর থেকে
এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন
অবস্থায় বিকেলে সে মারা যায়।