মেঘনায় ঝড়ের কবলে নৌকা ডুবি ॥ নিখোঁজ-৮
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ হঠাৎ কাল বৈশাখী ঝড়ে মেঘনা নদীতে বিকেলে একটি ইলিশ ধরার জেলে নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৮ জন জেলে নদীতে তলীয়ে যায়। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ মেঘনা নদীতে কাল বৈশাখী ঝড় হাওয়া শুরু হয়। চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের সোহরাব বেপারী ভাগীদার জেলেদের নিয়ে
capsules recomend! To box. This. Tried natural online pharmacy It I. I nippers. All tretament generic cialis more line to it life.
ইলিশ মাছ ধরার জন্য তার জাল নৌকা নিয়ে মেঘনা নদীতে যায়। নদীতে জাল ফেলা অবস্থায় বিকেল ৫টায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার মালিক সাঁতরে নিকটবর্তী রাজরাজেশ্বরের চরে উঠে প্রাণে রক্ষা পেলেও নৌকা থাকা ৮ জন জেলে মেঘনা নদীর গভীরে তলিয়ে যায়। নিখোঁজ জেলেরা হচ্ছে, জেলে গনি গাজী (৫৫), হারুন (৪২), তাজল (৩৫),পারভেজ (৩৮), হুমায়ুন (৩০) কামাল (২২) ও সাইজদ্দি (২০) ও আঃ রশিদ মাঝি (৪০)। ঝড় থামলে আশেপাশে থাকা জেলে নৌকা ও চাঁদপুর থেকে স্থানীয় ডুবুরি গিয়ে ডুবে যাওয়া নৌকাটি নদীর তলদেশে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।