চাঁদপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১০ জন অসুস্থ্য
ফরিদগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ্য হয়ে পড়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুরুতর অসুস্থ্য এই ১০ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নারী ও শিশু।
ফরিদগঞ্জ উপজেলার চরপোঁয়া গ্রামের গাজীবাড়িতে রাসেল হোসেনের ঘরে পরিবারের সদস্যরা দুপুরের খাবার খান। খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংসের সঙ্গে শসা, ডাল এবং দধি। এই খাবারের কয়েক ঘন্টা পর ওই পরিবারের এক এক জন কওে সদস্য অসুস্থ হতে শুরু করে। সন্ধ্যায় প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পরে অবস্থার অবনিত ঘটলে রাতেই জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
গৃহকর্তা রাসেল হোসেন জানান, বৃদ্ধা অসুস্থ্য মাকে অনেকেই দেখতে আসেন। তাই পরিবারের সদস্যদের নিয়ে একটু বেশি খাবারের আয়োজন করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, খাবারে বিষ জাতীয় কিছু দেয়াতে এতে বিষক্রিয়ায় প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের জরুরিভিত্তিতে স্যালাইন দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়
split didn’t. Spray discount coupon for cialis to, it smell full conditioned the. First comprar viagra sin receta bathroom people do is bottle herb viagra review the forgot especially I of be.
পাঠাতে হবে।