শাহরাস্তিতে ১ম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরের শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ধোপল্লায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টায়। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের কালু মিয়া বেপারী বাড়ির স্থানীয় ধোপল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী (৮) কে পাশের তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের বখাটে ছেলে মো. ওমর ফারুক (১৫) জাম খাওয়ানোর কথা বলে কৌশলে বাড়ির বাগানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে রক্তাক্ত আহত অবস্থায় বাগানে ফেলে ধর্ষক ওমর ফারুক পালিয়ে যায়।



শিশুটির চিৎকারে আশে-পাশের মানুষ ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রী কাউকে দেখলেই ভয়ে আঁৎকে উঠে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষিতা শিশুটিকে আমরা চিকিৎসা প্রদান করেছি। এখন সে আশঙ্কামুক্ত।



এ ব্যাপারে শাহ্রাস্তি থানার ওসি তদন্ত আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

Recent Posts

Leave a Comment