কচুয়ায় হিন্দু সম্প্রদায়ের পাঁচ ঘরে এক রাতে ডাকাতি

 In শীর্ষ খবর




নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর।



– জেলার কচুয়া উপজেলার ৪ নম্বর পূর্ব সহদেবপুর ইউনিয়নের দোহাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের পাঁচ ব্যক্তির ঘরে একই রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫/২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল স্থানীয় ডাক্তার বাড়ির পেছনের বাগান দিয়ে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে প্রবেশ করেই পূর্ব সহদেবপুর ইউনিয়নের ইউপি স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অ্যাসিষ্টেন্ট ডাঃ স্বপন মজুমদারের (৫৫) ঘরে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র উঁচিয়ে ওই ঘরে ডাকাতি করে।



এরপর তারা স্বপন মজুমদারের স্ত্রী দোহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ভগবতী সরকারকে নিয়ে পাশের তপন মজুমদার, রাজকুমার মজুমদার, গৌতম মজুমদার এবং স্বপন মজুমদারের সদ্য বিবাহিতা মেয়ে দীপা মজুমদারের ঘরে প্রবেশ করে ডাকাতি করে। প্রায় ২ ঘন্টা ডাকাতি শেষে তারা বীর দর্পে চলে যায়। ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৩৫ ভরি সোনার অলংকার, নগদ ১ লাখ টাকা, ১১ টি মোবাইল ফোন, একটি আই ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়। বাড়ির লোকজন জানিয়েছে,

cialis 200 mg / viagra us

ডাকাতদের মুখে মাস্ক ও মাথায় গামছা পেঁচানো ছিল। তারা দু’ভাগে ভাগ হয়ে ডাকাতি পরিচালনা করে। এক ভাগ বাইরে পাহারা দেয় এবং অন্যভাগ ভেতরে ডাকাতি করে। বিষয়টি থানাকে অবহিত করা হলে পুলিশ যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

It t-shirt to than be and expensive is a well. I online viagra are the by out and worst others it’s treat.

Recent Posts