পুরানবাজারে গাঁজাসেবনের দায়ে আটক-২
শাহারিয়ার খান কৌশিক ॥
পুরানবাজারে গাজা সেবনের দায়ে ২ মাদক সেবীকে আটক করেছে পুরানবাজার ফাঁড়ি পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী মেজিষ্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর ৭দিন জেল ও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টায় পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার নেতিত্বে এ.টিএস.আই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে হরিসভা মেঘনা নদীর পাড়ে অভিযান চালায়। গাজা সেবন করা অবস্থায় বৌ-বাজারের বাসিন্দা ওদুদ আহমেদের ছেলে সুমন ভূইয়া (২৭) ও মজিবুর রহমানের ছেলে ফরহাদ গাজী (১৮) কে আটক করে। তাদের দেহ তল্লাশী চালিয়ে ২ পুরিয়া গাজা উদ্ধার করা হয়। পুলিশ তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে।