হরিণা ঘাট ইজারা নিয়ে ফের উত্তাল হানারচর
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিণা ঘাট ইজারা নিয়ে আবারো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সাথে ইজারাদার টিটু গাজীর লোকজনদের সাথে সংঘর্ষ সংগঠিত হয়েছে। ঈদুল ফিতরের পূর্বেই শান্ত হরিনা ফেরীঘাট আবার অশান্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় নৌমন্ত্রী শাহজাহান খান এমপি হরিণা ফেরীঘাট পরিদর্শন শেষে ফেরীযোগে শরীয়তপুরের উদ্যেশে রওনা হওয়ার পরপরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়ালের নেতিত্বে তার লোকজন অতর্কিতভাবে হামলা gps cell phone tracker চালিয়ে ইজারাদারের স্বজন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জসিম ঢালী assignment writing help (৩৫) সহ ৩জনকে ছুড়িকাঘাত গুরুত্বর আহত করেছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে অতর্কিতভাবে এই হামলা চালিয়ে ছাত্রলীগের আহ্বায়ক জসিম ঢালীর পেটে ছুরিঘাকাত করার পর হরিনা ঘাট উত্তাল হয়ে পড়ে।
খবর পাওয়ার সাথে সাথেই চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নহারের নির্দেশে চাঁদপুর মডেল থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুত্বর আহত অবস্থায় ছাত্রলীগ আহ্বায়ক research paper writers in india জসিম ঢালী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজী ছেলে টুটুল গাজী ও মহসিন গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে buy essay আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে টুটুল গাজী ও জসিম ঢালীকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে হরিনা ফেরীঘাটে বাস ও ট্রাকের সিরিয়াল নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঘাট ইজারাদারের লোকজনদের সাথে
দফায় দফায় সংঘর্ষ হয়।
সেই ঘটনায় হাবু ছৈয়ালের ছেলে আল-আমিন কে পুলিশ আটক buy essay online করে জেলহাজতে প্রেরণ করে। তাতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গতকাল তারা ইজারাদারের লোকজনদের উপর হামলা করে। এই ঘটনায় বর্তমানে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।