হাজীগঞ্জে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জেল জরিমানা
হাজীগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের হাজীগঞ্জে যৌন উত্তেজক জিনসা সিরাপ বিক্রির দায়ে বিল্লাল হোসেন (৩৬) নামের একজনকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমান ও ১ মাসের জেল দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এই আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।
বিল্লালের বাড়ি হাজীগঞ্জের সেন্দ্রা এলাকার ঘাসিপুর গ্রামে। সে স্থানীয় মিজি বাড়ির মৃত আবদুর ছাত্তারের ছেলে ।
গত সোমবার রাতে হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের বেলচোঁ বাজারস্থ বিল্লালের দোকান থেকে ১৩ বোতল জিনসা সিরাপসহ বিল্লালকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার এ.এস.আই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট শেখ মুর্শিদুল ইসলাম আদালত পরিচালানর বিষয়টি নিশ্চিত করে বলেন এই জাতীয় সিরাপ মানব দেহের জণ্য মারাত্বক ক্ষতিকর।