হাজীগঞ্জ অজ্ঞানপার্টির খপ্পরে এক পরিবারের ৪ জন
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার রাজারগাও গ্রামে এক পরিবারের ৪ সদস্য অজ্ঞান করে ২৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় মলম পার্টির সদস্যরা। গতকাল বুধবার সকাল ৯টায় তাদেরকে মুনুর্ষ অজ্ঞান অবস্থায় প্রথমে চাঁদপুর শহরের মুন হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে ২ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। গত মঙ্গলবার গভীর রাতে রাজারগাও গ্রামের ৭নং ওয়ার্ডের জগবন্ধু শীলের বাড়িতে সৌদি প্রবাসি নিরঞ্জন শীলের বসত ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিেিনর ন্যায় গোপাল শীল তার পরিবারের লোকজন নিয়ে বাসায় শুয়ে পরেন। রাতে অজ্ঞাত মলম পার্টির সদস্যরা ডাকাত সেজে প্রবাসি নিরঞ্জন বসত ঘরে ঢুকে পরে। তারা নিরঞ্জনের বাবা গোপাল
শীল (৭০) তার মা সৌভাগ্য রাণী (৬০) স্ত্রী সাধনা রাণী শীল (৩০) ও ছেলে অনয় (৬) কে রুমালে দেওয়া ক্লোরোফোম এর মাধ্যমে তাদেরকে অজ্ঞান করে ফেলে। পরে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র তছনছ করে ২৫ ভরি স্বর্ণ সহ সবকিছু লুট করে নিয়ে যায়। পাশের ঘরের লোকজন সকালে ঘুম থেকে উঠে তাদেরকে মাটিতে পড়ে থাকতে দেখে তাদের স্বজনদের খবর দেয়। পরে ঐ বাড়ির ডাক্তার রাধে কৃষ্ণ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। জানা যায়,
ডাক্তার রাধেকৃষ্ণের পরিবারের সাথে গোপাল শীলের আধা শতাংশ জায়গা নিয়ে এক বছর যাবত দন্দ চলে আসছিল। এলাকাবাসীর ধারণা ডাঃ রাধে কৃষ্ণের ইন্দনে মলম পার্টির সদস্যরা এই ঘটনা সংঘটিত করতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞান পার্টির কবলে পরা একই পরিবারের ৪সদস্যের এখনো জ্ঞান ফেরে নি।