ফরিদগঞ্জে ১২শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার http://pharmacy-genericrx-online.com/ দিনগত রাতে ১ হাজার ২শত ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল over counter viagra ইসলাম টুটুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত যুবকের বাড়ি জামালপুর সদর উপজেলার মুসলিমাবাদ গ্রামে। থানা পুলিশের উপ পরিদর্শক সফিউল আজমের এই ইয়াবার চালাণ cialis for sale online আটক করতে সক্ষম হন।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে চট্ট্রগ্রাম থেকে ফরিদগঞ্জ-চট্টগ্রাম রুটের বাস জোনাকী পরিবহনের একটি বাস থেকে রফিক নেমে সিএনজি স্কুটারের ওঠার viagra generic সময় পুলিশ আটক করে। একই সময় canadian pharmacy তার শরীল তল্লাশী কালে ইয়াবা ট্যাবলেটের চালান খুঁেজ পায়।
পরে তাকে আটক করার পর শনিবার চাঁদপুর আদালতে প্রেরন করা হয়। এব্যাপারে থানা ওসি নাজমুল হক ইয়াবা উদ্ধারের কথা স্বীকার করে জানান, আটককৃত ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।