হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
চাঁদপুর প্রতিনিধি
হাজীগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণে বাধার কারণে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাবে অর্ধশত শিক্ষার্থী সংবাদ সম্মেলনে অংশ নেয়। চলতি এইচএসসি পরীক্ষায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে নানা কারণে হয়রানি ও তাদের উপর হামলার বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
প্রেসক্লাব সভাপতি বি এম হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় হাজীগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলে আমাদের মানসিকভাবে চাপ প্রয়োগ করে। পরীক্ষা শেষ হবার ১০ মিনিট আগেই তারা আমাদের উত্তরপত্র নিয়ে যান। এ বিষয়ে পরীক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগও দিতে পারেননি।
মামুন বলেন, এলাকাবাসীকে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ক্ষপিয়ে তুলতে মসজিদের মাইক দিয়ে লোকজন ডাকা হয়। তারা একত্রিত হয়ে আমাদের উপর হামলাও করে। পরিকল্পিতভাবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এ ঘটনা ঘটায়। কারণ, পরীক্ষা শেষ হবার ৩০ মিনিট আগেই কেন্দ্রের বাইরে বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের এনে রাখা হয়।
আবেগান্বিত হয়ে মামুন বলেন, হাজীগঞ্জ মডেল কলেজের চলতি এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাড়া অন্য কোথাও পুনঃপরীক্ষা নেয়ার আবেদন জানাই। নাহলে
এ বিষয়ে পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ফলাফল বিপর্যয় হলে হাজীগঞ্জ মডেল কলেজের ভালো ফলাফলের যে রেকর্ড রয়েছে তা অক্ষুণœ থাকবে না বলে তারা জানান। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার দায়িত্বপ্রাপ্তরা আমাদের বলেন, ‘দেখি এবার তোমরা কিভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার হও।’
এসময় এইচএসসি পরীক্ষার্থী কামরুজ্জামান রাজন, জাহিদুল ইসলাম হৃদয়, নুসরাত জাহান রিনুসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তব্যের সময় তারা কান্নায় ভেঙে পড়েন। তারা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের কথা জানান।