জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক সোহেল রানা

 In শীর্ষ খবর

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক সোহেল রানা। শনিবার দুপুরে তিনি পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তবে পদত্যাগপত্রে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

এ ব্যাপারে মুঠোফোনে সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে পূর্বপশ্চিমের কাছে তিনি পদত্যাগের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত আমি পার্টির সকল প্রকার দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। কারণটা উল্লেখ করতে চাইছি না। এটা পার্টির চেয়ারম্যানকে আমি জানিয়েছি।’

এ ব্যাপারে এইচ এম এরশাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে তার (এরশাদ) প্রেস এন্ড পাব্লিকেশনের প্রধান সুনীল শুভ রায়কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো তথ্য জানা নেই। পার্টি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরে জানাব।’

উল্লেখ্য, চিত্রনায়ক সোহেল রানা ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন তিনি।

২০০৯ সালে প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন সোহেল রানা। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া গত মার্চে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে।

Recent Posts

Leave a Comment