চাঁদপুরে বজ্রপাতে নিহত দুই : আহত তিন

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি

</br></br>
চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে এক জেলে ছিদ্দিক বরকন্দাজ ও গৃহবধু রোজিনা বেগম (২৫) মারা গেছে। ওইসময় আরো তিন জেলে আহত হয়। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

</br></br>সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামে শনিবার (১১ জুন) রাতে বজ্রপাতে চরফতেজংপুর গ্রামের সফিক বরকন্দাজের ছেলে ছিদ্দিক বরকন্দাজ (২৫) নিহত হয়। এছাড়া ওই রাতেই বজ্রপাতে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকার বালিয়াকান্দি গ্রামের সোহেল মিজির স্ত্রী রোজিনা বেগম (২৫) মারা গেছে।

একই স্থানে বজ্রপাতে আহত হয়ে পড়েন ওই গ্রামের বশির ঢালীর ছেলে নাছির ঢালী (৩০), মাহমুদ দেওয়ানের ছেলে মুসলিম দেওয়ান (৪০) ও নান্নু মিয়া দেওয়ানের ছেলে জয়নাল আবদীন দেওয়ান (৩৫)।

</br></br>

আহত মুসলিম দেওয়ান জানান, ‘ওইদিন রাতে বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই তারা নদীতে জাল ফেলে নদীর পাড়ে খোলা আকাশের নিচে বসে জাল উঠানোর জন্যে অপেক্ষা করছিলো। হঠাৎ বৃষ্টির ফাঁকে বিজলী চমকিয়ে বিকট শব্দে বজ্রপাত হলে তারা সবাই অচেতন হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ছিদ্দিক বরকান্দাজ নামে এক জেলের মৃত্যু হয়। আর আহত বাকি তিন জনের মধ্যে এক জনের কান বয়রা হয়ে যায়।’

</br></br>

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক বলেন, ছিদ্দিক বরকন্দাজ ঘটনাস্থলেই মারা যায়। আর রোজিনা বেগম চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আহত তিন জন চিকিৎসাধীন রয়েছে।

Recent Posts

Leave a Comment