শাহরাস্তিতে মোটরসাইকেল চুরির হিড়িক

 In চাঁদপুর, শীর্ষ খবর

 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরির হিড়িক পড়ে গেছে। গত এক মাসে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৫টি মোটরসাইকেল চুরি হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিক সূত্রে জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডেও মৃত গৌরাঙ্গ মজুমদারের ছেলে অমৃত মজুমদার টুটনের মেহের কালিবাড়িস্থ তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গত ১২জুন ১২৫ সি.সি ডিসকভারি মোটরসাইকেলটি কে-বা কারা নিয়ে যায়। অপরদিকে, শাহরাস্তি পৌরসভার কর্মচারী মোঃ মনির হোসেন উপজেলা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলে তার ডিসকভারি-১২৫ সি.সি মোটরসাইকেলটি গত ২৩মে মসজিদের সামনে থেকে নিয়ে যায়। গত ৩ এপ্রিল শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে চেয়ারম্যান কার্যালয়ের ডিসকভারি ১০০ সি.সি মোটরসাইকেল একইভাবে নিয়ে যায়। গত এক মাস পূর্বে পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর মিয়া বাড়ির রুবেল হোসেন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার ১২৫ সি.সি ডিসকভারি মোটরসাইকেলটি নিয়ে যায়। এছাড়া গত ৪ জুন ইউপি নির্বাচন চলাকালে টামটা উত্তর ইউপি’র পরানপুর গ্রামের ইউপি সদস্য মোঃ আবু মিয়া তার মোটরসাইলেটি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে রাখলে চুরি হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় এ পর্যন্ত ১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা আরো জানায়, গত কয়েক মাস ধরে নাম্বারবিহীন, টানা মোটরসাইকেলের দৌরাতœ্য বৃদ্ধি পেয়েছে। ওই সব মোটরসাইকেল এক শ্রেণীর উঠতি বয়সি যুবকরা ব্যবহার করে আসছে। স্থানীয়দের প্রশ্ন বেকার এসব যুবকদের আয়ের উৎস কী? এদিকে পুলিশ চুরির ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

Recent Posts

Leave a Comment