মতলবের কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি
মতলব সংবাদদাতা ঃ চাঁদপুরের মতলবে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, প্রাক্তণ ছাত্র-ছাত্রী পূণর্মিলনী, নবীন বরণ, স্মরণিকা প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের সম্মননা, গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অবঃ)মোঃ মাহ্বুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর আওয়ামীলীগের সভাপতি মোঃ আফজালুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভিসি মোঃ আব্দুল মান্নান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অবঃ) মোঃ সৈয়দ আহম্মেদ, বিশিষ্ট শিল্পপতি বশির আহম্মেদ মিয়াজী, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসহাক শিকদার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিয়ারা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান সরকার।