তিনি আরো জানান, যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেফতার করা হয়েছে।
১১ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্জ্বলসহ চারজনকে মারপিট করে এমপি পুত্র রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনার শিকার হন। পরদিন শহরের মাগুরার বউ বাজারের পাশে বাঁশতলার সোনা চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে আড্ডা দেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়।
এরপর, ১৩ সেপ্টেম্বর রুমন তার মা রিফাত আমিনকে নিয়ে মাগুরার বউ বাজারের মিলন পালের বাড়িতে যায়। এ সময় তারা সন্ত্রাসীদের দিয়ে মিলন পালের বাড়ির তালা ভেঙ্গে ভিতরে ঢুকে রুমনের ফেলে রাখা অস্ত্র উদ্ধার করেন।