সভা-সেমিনার ও রাজনৈতিক-সামাজিক অঙ্গন থেকে আড়ালে কেন জানতে চাইলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শারীরিক অসুস্থতাই এ নীরবতার কারণ। কিছুদিন হল অনেকটাই অসুস্থ। তাই বাইরে বের হই না। আদালতেও যেতে পারছি না। দোয়া করবেন… একটু সুস্থ হলেই আশা করি রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবো।’
শারীরিক অসুস্থতার বিষয়ে তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে আমার চারটি অপারেশন করতে হয়েছে। এখন উচ্চ রক্তচাপ, ডায়বেটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে।’
বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি ঘুরে দাঁড়ানের চেষ্টা করছে। সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লড়াই করছে। সরকার বিএনপির নেতাকর্মীদের হামলা মামলা করে হয়রানি করছে। বিভিন্নভাবে নির্যাতন করছে। আমার নামে প্রায় ৩০টার মতো রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। বর্তমানে মামলাগুলো থেকে জামিনে আছি