আড়ালে ব্যারিস্টার রফিকুল!

 In বিশেষ প্রতিবেদন

আড়ালে ব্যারিস্টার রফিকুল!

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য কয়েক মাস ধরে অনেকটাই নিজেকে আড়াল করে রেখেছেন। রাজনৈতিক সামাজিক কোনো সভা সেমিনারের দেখা যাচ্ছে না তাকে। ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারও রাখছেন বন্ধ। যাচ্ছেন না তার পেশার প্রাণকেন্দ্র উচ্চ আদালতেও।

সাবলীল ভঙ্গিতে কথা বলে সভা সেমিনার মাতিয়ে রাখা সদা হাস্যোজ্জ্বল বিএনপির এই নেতা কেন রাজনৈতিক-সামাজিক অঙ্গন থেকে আড়াল হলেন সে খোঁজ নিতে যোগাযোগের চেষ্টা করা হয় রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে। কিন্তু টানা কয়েকদিন তার মোবাইল ফোন বন্ধ পেয়ে অবশেষে নিউ ইস্কাটনের বাসায় দেখা মেলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার।

সভা-সেমিনার ও রাজনৈতিক-সামাজিক অঙ্গন থেকে আড়ালে কেন জানতে চাইলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া  বলেন, ‘শারীরিক অসুস্থতাই এ নীরবতার কারণ। কিছুদিন হল অনেকটাই অসুস্থ। তাই বাইরে বের হই না। আদালতেও যেতে পারছি না। দোয়া করবেন… একটু সুস্থ হলেই আশা করি রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবো।’

শারীরিক অসুস্থতার বিষয়ে তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে আমার চারটি অপারেশন করতে হয়েছে। এখন উচ্চ রক্তচাপ, ডায়বেটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে।’

বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি ঘুরে দাঁড়ানের চেষ্টা করছে। সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লড়াই করছে। সরকার বিএনপির নেতাকর্মীদের হামলা মামলা করে হয়রানি করছে। বিভিন্নভাবে নির্যাতন করছে। আমার নামে প্রায় ৩০টার মতো রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। বর্তমানে মামলাগুলো থেকে জামিনে আছি

Recent Posts

Leave a Comment