নতুন গান নিয়ে ঐশী বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের জন্য সুন্দর একটি গানে কণ্ঠ দিয়েছি। অসাধারণ সুর, গানের কথা খুবই ভাল হয়েছে।’
‘তোকে ছাড়া কী করে’র মাধ্যমে ‘রাগী’র সব গানের রের্কডিং শেষ হয়েছে জানালেন নির্মাতা মিজান। বাকি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ, আহম্মেদ হুমায়ূন ও রাফি মোহাম্মদ।
এদিকে ১৪ অক্টোবর মহরতের মধ্য দিয়ে ‘রাগী’র শুটিং শুরু হবে। সিনেমাটিতে অভিনয় করছেন আবির খান, অধরা খান, মিশা সওদাগর, সানি, রেবেকা প্রমুখ।