ওসি রেজাউল হাসান জানান, পাতারটেকে পুলিশের অভিযানে ৭ জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে আকাশের পরিচয় পাওয়া গেলেও অপর ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার ছিলেন। তার পুরো নাম ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি। মামলা নম্বর ৩৭। র্যাবের পক্ষ থেকে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জঙ্গিদের মরদেহের ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে বলে জানা গেছে। সেখানে মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।