র্যাব-১২ এর ৩ নং কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাড়িটি থেকে কোনো লাশ এখনও বের করা হয়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায়। জঙ্গিরা তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলি চালায়। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, ভেতরে ২ জন নিহত ২ জন আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ২ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, বাড়িওয়ালার নাম আজাহারুল মাস্টার। তিনি জানান, ২জন ছাত্র পরিচয়ে গত মাসের ২৭ তারিখ বাসা ভাড়া নেন। তিনদিনের তাবলিগ থেকে তিনি শনিবার ফিরছেন। এদিন তাদের বায়োডাটা দেওয়ার কথা ছিল।