ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা আসমা আরেফিন মিতুকে (২৮) তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। তবে পুলিশ বলছে এটি হত্যা না আত্মহত্যা। সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সিটিলেন এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা মিতুর স্বামী মুরাদকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। মুরাদের বাড়ি চাঁদপুর জেলায়।নিহত আসমা আরেফিন মিতুর মা কে জানান, গত কয়েক দিন আগে তার মেয়ে মিতু ও জামাই মুরাদ তাদের সাভারের বাসায় বেড়াতে আসেন। পরে সোমবার সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া এক পর্যায়ে মুরাদ পিটিয়ে আহত করে মিতুকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা মুরাদকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে মিতুকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিতুর মা আরো জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় মুরাদের সঙ্গে পরিচয় হয় মিতুর। পরে তারা দুই জন বিয়ে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান পরিবর্তন ডটকমকে বলেন, এটি একটি আত্মহত্যা। পিটিয়ে হত্যার কোন ঘটনা ঘটেনি।