দিনাজপুরে শিশু ধর্ষণ : সাইফুল রিমান্ডে

 In আইন আদালত, জাতীয়

 

দিনাজপুরে শিশু ধর্ষণ : সাইফুল রিমান্ডে

দিনাজপুরে ৫ বছরের শিশু ধর্ষণের মামলায় আসামি সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর আমলি আদালত-৫ এর বিচারক কৃষ্ণ কমল এ আদেশ দেন।

এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

পাঁচ বছরের শিশুটিকে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান জানান, শিশুটি এখন শঙ্কামুক্ত। তবে ওর সুস্থ হতে দুইমাসের মতো সময় লাগবে। তবে শিশুটির গায়ে হাত দিলে সে ভয়ে আঁতকে উঠছে এখনও।

১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮)। মামলার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী বলেন, ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। আফজাল পলাতক।

Recent Posts

Leave a Comment