নদীর জন্যে আজ একটি মিছিল হবে ।। আশিক বিন রহিম

 In শীর্ষ খবর

আজ পাখির কথা থাক
ফুল পাহাড় প্রজাপতি আকাশ কিংবা জোনাকির কথাও নয়
সূর্য ঘুমিয়ে থাক মাথা রেখে, সফেদ মেঘের বালিশে।

আজ নদীর কথা হবে
নৌকা-রঙিন পাল, ছৈয়ার তলে নতুন বৌ, মিঠাজল, উছল ঢেউ
মুর্শিদী অথবা ভাটিয়ালি গানের গায়েনকে খুঁজবো আজ।

আজ কথা হবে মেঘনা মেয়ের
যার পলিমাটির আশিস্ নিয়ে ধানের চারার মতো কৃষাণ-কৃষানী হাসে
মিঠা জলের লোভে জন্ম নেয় রূপালী ইলিশ।

আজ তার কথা হবে
যে নদী বহুকাল ধরে ঢাকাবাসীর পাপ-বিষজল স্বেচ্ছায় বয়ে আনে
বিনিময়ে দুঃখিনী বুড়িগঙ্গাকে শুদ্ধ করে, বাঁচিয়ে রাখে।

আজ সেই নদীর কথা হবে
দস্যুজেলের ভয়ে এখন যেখানে ইলিশ কাঁদে, পাখি-ফসলি জমি আর
বালু সন্ত্রাসের ভয়ে গোপনে মানুষ কাঁদে।

আজ একটি মিছিল হবে
নদী, পাখি, ফসল আর ইলিশ বাঁচাতে।

Recent Posts

Leave a Comment