মন্তব্যে কেউ লেখেন ‘অমানুষ।’ আবার কেউ লেখেন ‘ফাজিল।’
ইমা ইশরাত নামে একজন তার মন্তব্যে ওই তিন নেত্রীকে উদ্দেশ্য করে লেখেন ‘এরা কি মানুষ?’
সাংবাদিক দীপ আজাদ তার ফেসবুকে এই প্রসঙ্গে লেখেন, ‘তিন জনের সাথে পেশাগত কারণে অনেক দিনের পরিচয়। নিজ দলের দুর্দিনে মাঠের পরিচিত মুখ। কিন্তু আইসিইউতে যাওয়া, সেলফি তোলা ইত্যাদি করে নিজেকে কোন খানে নিলেন? খাদিজা কি প্রচার পাবার হাতিয়ার? দেখা হলে জানতে চাইব।’
তবে সেলফির বিষয়ে অপু উকিল গণমাধ্যমকে বলেন, ‘খাদিজা মারা গেছে-এ রকম অপপ্রচার চালানো হচ্ছিল। আজকে আমরা দেখতে গেছি, সে যে সুস্থ হয়ে উঠছে তা বোঝাতে ফেসবুকে ছবি দিয়েছে তুহিন।’
সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্কটাপন্ন।