আজ রাজধানীতে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ

 In দেশের ভেতর

বুধবার রাজধানীতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করবে ব্যবসায়ীরা। প্যাকেজ ভ্যাট পুনঃবহাল ও বিভিন্ন পর্যায়ে ভ্যাট কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।

ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব হোসেন জানান, ‘ট্যাক্স-ভ্যাট আদায়ের নামে এনবিআরের মাঠ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে আমরা সবসময়ই বলে আসছি। এ বিষয়ে এনবিআর আমাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছিল। আমরা তা দিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তারা ভ্যাট আদায়ের নামে আমাদের হয়রানি করছে।’

তিনি বলেন, ‘ভ্যাট ফাঁকির নামে আমাদের দোকানের ফাইলপত্র জব্দ করে এনবিআর। আবার কিছু টাকা দিলে তা ফেরত দিয়ে দিচ্ছে। আমরা আর এসব অনাচার সহ্য করব না। আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। এনবিআর কর্মকর্তাদের আচরণে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমরা এর প্রতিবাদে বুধবার রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে পুর্ণদিবস ধর্মঘট পালন করব।’

আবু মোতালেব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন এ বছর পর্যন্ত প্যাকেজ ভ্যাট বহাল রাখবেন। কিন্তু ব্যবসায়ীদের দাবি এটি শুধু এ বছরের জন্য নয়, সব সময়ের জন্যই বহাল রাখতে হবে।’

তিনি বলেন, ‘এসব সংকট দূর না হলে পর্যায়ক্রমে এফবিসিসিআই ও এনবিআরের মূল ভবন ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।’

Recent Posts

Leave a Comment