সৃজনশীল লেখালেখি নিয়ে প্রশিক্ষণ

 In পড়া লেখা

সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে পেশাদারিত্ব সৃষ্টি ও দেশে পেশাদার লেখক তৈরির লক্ষ্য নিয়ে টিমওয়ার্ক ও প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র  প্রথমবারের মতো শুরু করেছে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা।

 

কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ-অধ্যাপক ও লেখকরা ক্লাস নেবেন বলে জানা গেছে। কর্মশালায় কবিতা, গল্প, উপন্যাস, নাট্যরচনা, চিত্রনাট্য, নাটক-চলচ্চিত্রে গল্প, সম্পাদনার গুরুত্ব, বই প্রকাশের প্রস্তুতি এবং অনলাইনে লেখালেখি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) স্টেট ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে (ধানমন্ডি) দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

এই ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে  ০১৯৬৭৪০৪০৪০, ০১৬১১৩২৪৬৪৪ এই নম্বরে যোগাযোগরে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া ফেসবুকে ভাষাচিত্র পেজ-এ রেজিস্ট্রেশন লিংক www.facebook.com/bhashachitra.official বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Recent Posts

Leave a Comment