২৭১ রানে অলআউট নিউজিল্যান্ড

 In খেলাধুলা

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপের মুখে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে সফরকারীরা। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৭১ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আজহার আলি। প্রথম দিন বৃষ্টির আধিপত্যের পর শনিবার পাকিস্তানের পেসাররা দাপট দেখান। আর তাতেই প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কের সবুজ পিচ দেখে অলআউট পেস-অ্যাটাক নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। ২০০১ সালের পর প্রথমবারের মতো কোনো টেস্ট ইনিংসে প্রথম ৫০ ওভারই বোলিং করেন পেসাররা। ৫৪তম ওভারে পার্ট-বোলার আজহার আলি স্পিন আক্রমণে আসেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জিত রাভাল। এছাড়া বিজে ওয়াটলিং ৪৯, কলিন ডি গ্রান্ডহোম ৩৭ ও রস টেলর করেন ৩৭ রান। নয় নম্বরে নামা টিম সাউদির ব্যাট থেকে আসে মূল্যবান ২৯ রান।

পাকিস্তানের সফলতম বোলার সোহেল খান; তিনি নিয়েছেন চারটি উইকেট। এছাড়া ইমরান খান তিনটি ও মোহাম্মদ আমির নেন দুটি উইকেট। ওয়াহাব রিয়াজের দখলে গেছে একটি উইকেট।

শনিবার হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেটে ৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দিনের প্রথম দেড় ঘণ্টায় একক আধিপত্য বিস্তার করে পাকিস্তানের বোলাররা। দলীয় ৯০ রানের মাথায় উইকেটের পেছনে সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে টেলরের সাজঘরে ফেরার মধ্য দিয়ে নিউজিল্যান্ড ইনিংসে ধসের শুরু। সোহেল ও ওয়াহাবের বোলিং তোপে পড়ে ৫ উইকেটে ১১৯ রানে পরিণত হয় স্বাগতিকদের ইনিংস।

ষষ্ঠ উইকেটে গ্রান্ডহোমকে নিয়ে ৫১ রানের দারুণ এক জুটি গড়ে প্রাথমিক গড়ে তোলেন ওয়াটলিং। দলীয় ১৭০ রানের মাথায় গ্রান্ডহোম ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারকে নিয়ে ৩৩ রানে ছোট অথচ কার্যকরী জুটি গড়ে ওয়াটলিং।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ছিলেন ওয়াটলিং। দলীয় ২০৩ রানের মাথায় স্যান্টনার আউট হওয়ার পর অষ্টম উইকেটে সাউদিকে নিয়ে ৩৬ রানের আরেকটি দারুণ জুটি গড়েন ওয়াটলিং। ২৬৬ রানে ৮ উইকেট নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। বিরতির পর ৫ রানে শেষ দুই উইকেট তুলে নিয়ে কিউইদের ২৭১ রানে গুটিয়ে দেন আমির ও ইমরান।

প্রসঙ্গত, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ১৯৮৫ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে একবারও টেস্ট সিরিজে হারেনি পাকিস্তান। তবে এবার সেই শঙ্কা পেয়ে বসেছে পাক শিবিরকে।

Recent Posts

Leave a Comment