দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

 In ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো-ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ১৬) শেষে ঢাকা ডাইংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি আয় করেছিল ০.২২ টাকা। এদিকে ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০১ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৯২ টাকা।একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএবিপিএস) হয়েছে ১৮.৬৭ টাকা (রিজার্ভপুনর্মূল্যায়নের পর) এবং কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬.৩৯ টাকা (রিজার্ভ পুনর্মূল্যায়ন ছাড়া)।প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৬) প্রতিবেদন অনুযায়ী, এমারেল্ড অয়েলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১২ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.২৬ টাকা।  এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.২৪ টাকা, এনওসিএফপিএস ছিল ০.২১ টাকা ও এনএভিপিএস ছিল ১৭.৫৩ টাকা।

Recent Posts

Leave a Comment