৫০০ কোটি ডলারের বন্ড ইস্যু করবে সরকার

 In ব্যবসা বাণিজ্য

৫০০ কোটি ডলারের বন্ড ইস্যু করবে সরকার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে ৫০০ কোটি ডলারের সভেরিন বন্ড ইস্যু করবে সরকার। যার অর্থ ব্যবহার হবে পদ্মা সেতু নির্মাণে। বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘সভেরিন বন্ডের ক্রেতা যেকোনো গোষ্ঠী, দেশ ও আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হতে পারে। তবে এ বন্ড ছাড়তে পৃথক একটি আইন করতে হবে। আগামী মাসেই বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় তোলা হবে।’

তিনি বলেন, ‘এ ফান্ড সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের হতে পারে। তবে শুরু হবে দুই বিলিয়ন ডলার দিয়ে। সরকারের মেগা প্রকল্পে বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে এ বন্ডের অর্থ ব্যবহার করা হবে। এ ফান্ড ম্যানেজমেন্ট করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পৃথক ম্যানেজমেন্ট বিভাগ থাকবে। আমরা বিদেশ থেকে যে সুদ হারে ঋণ নেই তার চেয়ে বেশি সুদ হারে এ ঋণ নেওয়া হবে।’

সভেরিন বন্ড একটি বিশেষ ধরনের বন্ড যা আন্তর্জাতিক পুঁজি বাজারেও বিক্রি হয়। সাধারণত দেশের বাণিজ্য ঘাটতি মেটাতে এ ধরনের বন্ড ইস্যু করা হয়। সরকারি বন্ডের সঙ্গে এর পার্থক্য হলো- সরকারি বন্ড দেশের অভ্যন্তরে টাকায় কেনাবেচা হয়। আর সভেরিন বন্ড বৈদেশিক মুদ্রায় আন্তর্জাতিক বাজারে কেনাবেচা করা যায়।

Recent Posts

Leave a Comment