ঢাবিতে নাশকতা : টুকুকে অব্যাহতি, ছাত্রদলের ৯ জনের বিচার শুরু

 In আইন আদালত

ঢাবিতে নাশকতা : টুকুকে অব্যাহতি, ছাত্রদলের ৯ জনের বিচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নাশকতার মামলায় ছাত্রদলের নয় নেতাকর্মীর বিরুদ্ধে বিচার কার্য শুরু করেছে আদালত। তবে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্রদলের প্রাক্তন সভাপতি এবং বর্তমান বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।

মামলার অভিযুক্ত ৯ আসামি হলেন ছাত্রদলের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, তৎকালীন ছাত্রদল নেতা আসাদুজ্জামান পলাশ, তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না, মাহবুবুল আজম ও সাইদুজ্জামান। এ ছাড়া আলিম এবং আজম আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর তাছলিমা ইয়াসমিন দিপা জানান, আসামি টুকু ঘটনার দিন হাসপাতালে ভর্তি ছিলেন মর্মে আদালতে কাগজপত্র দাখিল করেন। এজন্য আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালের ১৮ জানুয়ারি তৎকালীন ছাত্রদলের সভাপতি টুকুর নেতৃত্বে আসামিরা লাঠি, লোহার রড, ইট-পাটকেল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর সাইফুল ইসলাম খানসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় শাহবাগ থানার এসআই হীরেন্দ্র নাথ প্রমানিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Recent Posts

Leave a Comment