দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন

 In বিশেষ প্রতিবেদন
জামালপুর ও নেত্রকোনায় দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এগুলো হলো- ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’ ও ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

বর্তমানে দেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলে এর সংখ্যা দাঁড়াবে ৪০-এ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জামালপুরের মেলান্দহে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ নামে একটি বেসরকারি কলেজ রয়েছে। এ কলেজের ৯ একরের অনেক বড় ক্যাম্পাস আছে, অবকাঠামো আছে। এটাকে রূপান্তর করে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। আর সেটারই নাম হবে- ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

এছাড়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি নেত্রকোনা সদরে হবে। নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়টির প্রস্তাব করা হয়েছে। প্রথমে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাব করা হয়েছিল, পরে জেনারেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়। তবে এখানে প্রযুক্তিও থাকবে।

Recent Posts

Leave a Comment