বানসালিকে জুতা মারলেই ১০ হাজার রুপি

 In শীর্ষ খবর
ইতিহাস ‘বিকৃতি’র অভিযোগে শুটিং সেটে লাঞ্ছিত হওয়ার পর এবার বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে জুতা মারার আহ্বান জানানো হয়েছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক প্রভাবশালী নেতা বানসালিকে জুতা মারার বিনিময়ে ১০ হাজার রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে। খবর এবেলা ইন’র।

সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি নেতা অখিলেশ খণ্ডেবাল জুতা মারার বিনিময়ে এ পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘ওরা (বানসালি ও তার কলা-কুশলী) ইতিহাসের বিকৃতি ঘটিয়ে আমাদের মর্যাদা নষ্ট করছে। আর চুপ থাকব না। আমরা মনে করি, এটা আমাদের কর্তব্য।’

সম্প্রতি জয়পুরের জয়গড় দুর্গে বানসালি নতুন ছবি ‘পদ্মাবতী’’র শুটিং করছিলেন। এ ছবিতে চিতোরের রানি পদ্মিনীর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে।

তবে ‘রাজপুত কর্ণী সেনা’ নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের দাবি বানসালি সিনেমায় রানির চরিত্র নোংরাভাবে উপস্থাপন করেছেন। এ অভিযোগে তারা সেটে ঢুকে চড়াও হন পরিচালকের ওপর। ইউনিটের কলাকুশলীরা বুঝে ওঠার আগেই কর্নী সেনারা তাণ্ডব শুরু করেন। তাদের হাতে চড়-থাপ্পড় খেয়ে পড়ে যান পরিচালক। তার চুল ধরেও টানা হয়।

পরে কোনোক্রমে বানসালিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে দুষ্কৃতিকারীরা সেটের দামি যন্ত্রপাতি ভাংচুর করে।

এর আগে ‘জোধা আকবর’-এর শ্যুটিংয়ের সময়েও বিক্ষোভ দেখিয়েছিল তারা। বানসালির আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হাতে অপদস্থ হয়েছিলেন করণ জোহর। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে তার ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ায় অপদস্ত হন তিনি।

Recent Posts

Leave a Comment