‘যুদ্ধ হলে চীনের সেনারা ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছাবে’

 In দেশের বাইরে
দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে চীনের সেনাবাহিনীর সাঁজোয়া যান ৪৮ ঘণ্টায় ও প্যারাট্র–পার সৈন্যরা ১০ ঘণ্টায় দিল্লিতে পৌঁছাবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির গণমাধ্যম।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি টেলিভিশন দাবি করেছে, দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে চীনের সৈন্যরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছাতে সক্ষম হবে।

চীনা সংবাদ মাধ্যমের বাগাড়ম্বরপূর্ণ এ ধরনের হুশিয়ারি এটাই প্রথম নয়। তবে নির্দিষ্ট সময় উল্লেখ করে এবারই প্রথম এ ধরনের হুশিয়ারি দিল বেইজিং।

এদিকে ভারতীয় বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তারা চীনা টেলিভিশনের এ ধরনের খবরকে উসকানি হিসেবে মন্তব্য করেছেন। চীনের এই হুশিয়ারিকে অবাস্তব ও হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

ভারতের সাবেক সেনা কর্মকর্তা রোহিত আগারওয়াল দেশটির সংবাদমাধ্যম দ্য কুইন্টকে বলেছেন, এ ধরনের হুশিয়ারি বা দাবির মাধ্যমে টেলিভিশনের প্রতিবেদন প্রস্তুতকারীর অবাস্তব ও কল্পিত জ্ঞান প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্ব সীমানার পর্বতময় ভূখণ্ড অতিক্রম করে চীনা সেনাবাহিনীর সাঁজোয়া যানের অনুপ্রবেশ সম্ভব নয়

Recent Posts

Leave a Comment