পদ্মায় ডুবে গেছে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র

 In দেশের ভেতর

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে পদ্মা নদীতে ডুবে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দুই শিক্ষার্থী।

শুক্রবার বিকালে ডুবে গেলেও রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল তখনও তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছিল।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে পদ্মার চরে ফুটবল খেলতে যায় ওই বিশ্ববিদ্যালয়ের ২৫-৩০ শিক্ষার্থী। একপর্যায়ে বল নদীতে পড়ে গেলে মিন্টু ও শাওন বল তুলতে নদীতে নামে। এ সময় তারা স্রোতে ডুবে যায়। সহপাঠীরা মিন্টু ও শাওনকে উদ্ধার করতে না পেরে প্রশাসনকে জানায়।

সহপাঠী রিফাত হোসেন জানায়, পদ্মা নদীতে ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যাচ্ছে না।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি চরভদ্রাসন থানা এলাকায় হওয়ার কথা।

চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, ‘ঘটনা দোহার থানা এলাকায়। তবে আমাদের পুলিশও ঘটনাস্থলে রয়েছে।’

Recent Posts

Leave a Comment