স্কার্ট খুলে ছাত্রীদের মাঠে দৌড়ালেন শিক্ষিকা

 In দেশের ভেতর
[স্কার্ট খুলে ছাত্রীদের মাঠে দৌড়ালেন শিক্ষিকা]

শাস্তি হিসেবে অষ্টম শ্রেণির ছাত্রীদের স্কার্ট খুলে স্কুলের মাঠে দৌড়াতে বাধ্য করেছেন এক শিক্ষিকা।

ভারতের উত্তর প্রদেশের শোণভদ্র জেলার আনপাড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি বোর্ড জুনিয়র হাইস্কুল ফর গার্লসে এঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষিকার নাম মীনা সিংহ বলে জানা গেছে। ওই স্কুলের অধ্যক্ষাও তিনি।

ভারতের সংবাদ মাধ্যম এবেলা জানায়, শিক্ষিকা বাড়ি থেকে সংস্কৃত শ্লোক মুখস্থ করতে বলেছিলেন অষ্টম শ্রেণির ছাত্রীদের। কিন্তু, পরের দিন ক্লাসে ১৫ জন ছাত্রী শ্লোক বলতে পারেনি।

পড়া না পারার শাস্তি হিসেবে ওই ছাত্রীদের ক্লাসের বাইরে নিল-ডাউন করে রাখেন শিক্ষিকা। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হতে পারেননি।

এরপর তিনি ছাত্রীদের ‘মুর্গা’ শাস্তি দেন। এরপরেও তার মনে শান্তি আসেনি। শাস্তির মাত্রা বাড়িয়েই যেতে থাকেন ওই শিক্ষিকা।

দু’দফা শাস্তির পর এবার তিনি ১৫ জন ছাত্রীকে স্কার্ট খুলে স্কুলের মাঠে দৌড়াতে নির্দেশ দেন। ছাত্রীরা নিরুপায় হয়ে বিনা স্কার্টেই শুধু জামা পরে মাঠে দৌড়ায়।

ছাত্রীরা বাড়িতে ফিরে অভিভাবকদের খুলে বলে সমস্ত ঘটনা। আর এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর।

তবে অভিযুক্ত শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং ছাত্রীদেরকে মিথ্যাবাদী বলেছেন।

অবশ্য ব্লক শিক্ষা আধিকারিক দীলিপ কুমার জানিয়েছেন, ঘটনা জানাজানি হতেই মীনা সিংহকে বহিষ্কার করা হয়েছে।

Recent Posts

Leave a Comment