সফল হয়েছি : তামিম

 In খেলাধুলা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এরপর নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে তিন টেস্টে করেন ১২১ রান।

এরপর পাকিস্তান সুপার লিগ-পিএসএল খেলতে যান তামিম। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও এর পরের ম্যাচগুলোতে নিজেকে আর মেলে ধরতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান।

পিএসএলে শেষ হওয়ার আগেই শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলতে সেখানে গেছেন তামিম ইকবাল। দুই দিনের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ১৮২ বল খেলে ১৩৬ রান করে অবসর নিয়ে মাঠ ছাড়েন তামিম। তার ইনিংসটি ছিল ৭টি ছক্কা ও ৯টি চারে সাজানো।

প্রস্তুতি ম্যাচে এমন দুর্দান্ত এক ইনিংসকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক।

তামিম বলেন, সিরিজ শুরুর আগে সেঞ্চুরিটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটে রান পাওয়াটা অবশ্যই ভালো লাগার বিষয়। উইকেটে টিকে থাকার লক্ষ্য ছিল। আমি সেটা করতে পেরেছি। দীর্ঘ সময় ব্যাট করতে পেরে ভালো লাগছে। রান করার প্রচেষ্টা ছিল, সফল হয়েছি।

Recent Posts

Leave a Comment