দোষী সাব্যস্ত করার পূর্বে কাউকে ‘রাজাকার’ নয়: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

 In দেশের ভেতর

মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পূর্বে কাউকে ‘রাজাকার’ হিসেবে আখ্যায়িত করা যাবে না বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ এ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ মন্তব্য করে।

মানবতা-বিরোধী অপরাধের মামলায় নওগাঁর রেজাউল করিম মন্টুসহ তিনরজনকে ‌সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদনের ওপর শুনারির জন্য দিন ধার্য ছিল ট্রাইব্যুনালে।

এ জিজ্ঞাসাবাদের আবেদনে তাদের নামের পূবে ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেন তদন্তকারী কর্মকর্তা। প্রতিবেদনে এ ধরণের শব্দের ব্যবহার দেখে ট্রাইব্যুনাল বলেন, ‘বিচারি কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগে কাউকে ‘রাজাকার’ বলে সম্বোধন করা উচিত নয়।’

এ সময় রাষ্ট্র-পক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও প্রসিকিউটর তাপস কান্তি বল। একই সঙ্গে ট্রাইবুন্যাল ঐ তিন ব্যক্তিকে আগামী ৮ ও ৯ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

Recent Posts

Leave a Comment