জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে সুভাষ রায় সভাপতি তমাল ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত

 In চাঁদপুর
গতকাল ২৮ জুলাই শুক্রবার চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে দীর্ঘ ৭ বছর পর স্বতঃস্পূর্তভাবে উৎসবমুখর পরিবেশে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোড, দাসপাড়া, ঘোষপাড়া, নিতাইগঞ্জ, বকুলতলা, গুয়াখোলা রোড, হরিজন কলোনী, স্বর্ণখোলা, হরিজন পল্লী, নতুন বাজার, পালপাড়া, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, মতলব উত্তর, কচুয়া, হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ঢাকঢোল বাজিয়ে খ- খ- মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন। জেলার বিভিন্ন উপজেলার পূজা পরিষদ নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সম্মেলন স্থল চাঁদপুর ক্লাব প্রাঙ্গণ রূপ নেয় মিলনমেলায়। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই মিলন মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি সম্মেলনের সফলতা কামনা করে বলেন, সম্মেলন মানেই নতুন নেতা আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি হওয়া। আর সম্মেলন প্রক্রিয়া যদি সঠিক হয় সেই সম্মেলনে যে নেতৃত্বে আসবে তাকে মেনে নেয়াই হলো বাস্তবতা। যদি আমরা তা না পারি তাহলেই সৃষ্টি হবে বিবাদ-বিদ্বেষ। আমরা কোন বিবাদ চাই না, আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়তে। যেই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত বাংলাদেশ। ধর্ম, শান্তি, মানবতাকে সমুন্নত রেখে আমাদেরকে দেশের কল্যাণে কাজ করতে হবে। এই দেশে ধর্মের অপব্যাখা দিয়ে কতিপয় ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বিভ্রান্ত করছে। বার বার হিংসার বলি হচ্ছে আমার দেশের মানুষ। সকল ধর্মেই মানবতার কথা বলা হয়েছে- তাহলে কেন ধর্মের নামে এত হানাহানি, মারামারি। যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চায় তারা আমার দেশ, মাটি ও মানুষের শত্রু তাদেরকে সকল কর্মকা- থেকে পরিহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদেরকে এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে।

সকাল ১১টায় অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সম্মেলনের মূল পর্ব। স্বস্তিকা খচিত পূজা পরিষদের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজল দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড অব অপারেশন স্যার উইলিয়াম বেভারীজ ফাউন্ডেশন ঢাকার মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ তাপস কুমার পাল, চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।

জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর রনজিত কুমার বণিকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায়, সন্তোষ চন্দ্র দাস, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, তমাল কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, সংগঠনের মৃত ব্যক্তিদের স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করেন আহ্বায়ক কমিটির সদস্য বিবি দাস।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক। প্রথম অধিবেশন সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার।

এ সময় অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শহীদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, হুমায়ুন কবির খান, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, চন্দন কুমার পোদ্দার, মধুসূদন পোদ্দারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। গীতা পাঠ করেন চাঁদপুর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রূপালী চম্পক, কৃষ্ণা সাহা, রুমা সরকার প্রমুখ।

মধ্যাহ্ন খাবার বিরতি দিয়ে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হয়। প্রার্থী হিসেবে সভাপতি পদে সুভাষ চন্দ্র রায়, চন্দন কুমার পোদ্দার ও সাধারণ সম্পাদক পদে তমাল কুমার ঘোষ এবং প্রফেসর রণজিত কুমার বণিক প্রার্থী হন। প্রার্থী নির্বাচনে মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটার গোপন ব্যলেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ তাপস কুমার পাল। নির্বাচনে সভাপতি পদে সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক পদে তমাল কুমার ঘোষ সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হন। ৫৫ বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পর শ’ শ’ নেতা-কর্মী উৎসাহে ফেটে পড়েন।

Recent Posts

Leave a Comment