নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা এরশাদের
জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনকে সামনে রেখে আগামী নভেম্বর মাসে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে জাতীয় পার্টির যৌথসভায় তিনি এ ঘোষণা দেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন করে ক্ষমতায় যেতে হলে দলকে সারা দেশে শাক্তশালী করতে হবে। সব স্তরের মানুষকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে। লাঙ্গলের কথা বলতে হবে।’
তিন মাসের কর্মসূচি ঘোষণা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আগামী তিন মাস দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে দলীয় ও জোটের ব্যানারে সমাবেশ হবে। নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে মহাসমাবেশ। কর্মসূচি সফল করে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়।’
তিনি এখন থেকে নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন- বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরাজ রশীদ, জিয়াউদ্দিন আহমদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মানান, আব্দুর রশিদ সরকার, সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রত্না আমিন হাওলাদার এমপি, মীর আব্দুস সবুর আসুদ, তাজ রহমান, লিয়াকত হোসেন খোকা এমপি, মাহজাবিন মোর্শেদ এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, মোহাম্মদ নোমান মিয়া এমপি, শফিকুল ইসলাম সেন্টু ও জহিরুল আলম রুবেল প্রমুখ।
সরকারের সমালোচনা করেন হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘সরকার কথায় কথায় বলে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা তো দেখি এখন মহাসড়কে শুধু পানি আর পানি। এই পানি দিয়ে সরকার কী উন্নয়ন করেছে তা দেশের মানুষ হারে হারে টের পাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘দেশের সবকিছুতে এখন জট লেগেছে। উন্নয়নের জট, চাকরিতে জট, রাস্তা-ঘাটে জট। কারা লাগিয়েছে- আওয়ামী লীগ ও বিএনপি এই জট লগিয়েছে।’
‘এই জট খুলে দেশবাসীকে শান্তি দিতে হবে। আর জাতীয় পার্টিই পারে এই জট খুলতে। তাই আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে,’ বলেন হুসেইন মুহম্মদ এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ বিএনপির হাত থেকে দেশ বাঁচাতে মানুষ আমাদের ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনবে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় আসলে আমরা আবার দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দেব। ঘুষ-দুর্নীতি চিরতরে বন্ধ করব। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব।’
সভায় উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম, তাজুল ইসলাম চৌধুরী এমপি, হাফিজউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, আলমগীর শিকদার লোটন, আমির হোসেন এমপি, ফখরুল আহসান, অনন্যা হোসেন মৌসুমী, সুজন দে, আব্দুর রাজ্জাক প্রমুখ।
জাতীয় পার্টির এই যৌথ সভায় সারা দেশ থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী অংশ নেন।