চাঁদপুর পৌরসভার সড়কগুলোর বেহাল দশা; নাগরিক দূর্ভোগ চরমে!

 In চাঁদপুর সদর উপজেলা, দেশের ভেতর, প্রধান খবর, শীর্ষ খবর

বিশেষ প্রতিনিধি:

দেশের প্রথম শ্রেণীর অন্যতম চাঁদপুর পৌরসভার সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই খানাখন্দে ভরে যায় শহরের অন্যতম প্রধান সড়কগুলো। সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাড়ে জনভোগান্তি। এমনকি কোনো কোনো সড়কে যানচলাচলও অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি করেন চালকরা। যান্ত্রপাতি নষ্ট এবং চাকা পাংচারের আতঙ্কে থাকেন তারা। স্থানীয় কাউন্সিলর ভোগান্তির কথা স্বীকার করলেও মেয়র বলছেন শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।
৯.১৫বর্গ কিলোমিটার আয়তনের চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় সোয়া লাখ। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভাটি দেশের প্রথম সারির একটি হলেও পৌরসভার অন্যতম প্রধান সড়কগুলোর অবস্থা একেবারে নাজুক। এমনও সড়ক আছে যেখান দিয়ে যানবাহনতো দূরের কথা মানুষও চলাচল করতে পারে না। এরমধ্যে উল্লেখযোগ্য, শহরের ট্রাক রোড, বঙ্গবন্ধু সড়ক, মাদ্রাসা রোড, ঢালিরঘাট সড়কসহ শহরের বিভিন্ন অলিগলির সড়ক। চরম ভোগান্তির কথা জানালেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান, রুস্তম মিজি, আশ্রাফ শেখসহ আরো অনেকেই জানান, এক ঘন্টার বৃষ্টির পানিতে দুর্ভোগ পোহাতে হয় কমপক্ষে ১০-১৫দিন। পৌরকর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে গেলে আশ্বাস নিয়েই ফিরে আসতে হয়। অথচ বঙ্গবন্ধ সড়ক ও ট্রাক রোড শহরের গুরুত্বপূর্ণ দুইটি সড়ক। এ দুটি প্রধান সড়ক যানচলাচলের অনুপযোগী হওয়ায় শহরের তৈরি হচ্ছে যানযট। দ্রুত এ দুটি সড়কসহ অন্যান্য সড়কগুলো সংস্কারের দাবি জানান তারা।
অপর দিকে চালকরা বলছে, এসব সড়ক দিয়ে মালামাল ব্যতিত খালি গাড়ি নিয়ে যাওয়াও মুশকিল। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাছাড়া কখনো কখনো গাড়ি পুরো বিকল হয়ে যায়। সমস্যা হবে জেনেও ঝুঁকি নিয়ে এসব সড়ক ব্যবহার করি।
চাঁদপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডেও কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি অকপটে স্বীকার করেন জনভোগান্তির কথা। তিনি বলে আমি নিজেও রাস্তায় দিয়ে চলাফেরা করতে গিয়ে ভোগান্তিতে পড়ি। তবে আগামী অক্টোবর মাসে রাস্তার কাজ করা হবে বলে জানান তিনি।
চাঁদপুর পৌর সভার মেয়ের নাছির উদ্দিন আহমেদ গত সোমবার বাজেট ঘোষণা অনুষ্ঠানে জানান একটি প্রকল্পের আওতায় শহরের সবগুলো সড়কের কাজ করা হবে। অর্থাৎ শহরের কোনো রস্তাই খারাপ থাকবে না।
চাঁদপুর পৌরসভা ২৩জুলাই ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ৬৭ কোটি টাকা বাজেট ঘোষণা করে। বাজেটে রাস্তা থেকে টোল, সিএনজি চালিত অটো, বাসস্ট্যান্ড থেকে ১ কোটি ১৩লাখ টাকা আয় ধরলেও রাস্তা মেরামতের জন্যে এক টাকাও বরাদ্দ রাখেনি। যা নিয়ে সাধারণ মানুষের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে। চাঁদপুর পৌরসভার মোট সড়ক ১৭৫কিলোমিটার। এর মধ্যে পাকা ১০৮ এবং ৬৭ কিমি কাঁচা সড়ক রয়েছে ।

Recent Posts

Leave a Comment