গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিদায় অনুষ্ঠান বয়কট করেছে ঠিকাদাররা
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়ের বিদায়ী অনুষ্ঠান বয়কট করেছে ওই বিভাগের তালিকাভুক্ত ঠিকাদারগণ। তবে একই সাথে তারা নবাগত নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার ও নবাগত উপ-বিভাগীয় প্রকৌশলী ইএম আব্দুল করিমকে স্বাগত জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার ও নবাগত উপ-বিভাগীয় প্রকৌশলী ইএম আব্দুল করিমকে বরণকে বরণ করে নেয়। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের তালিকাভূক্ত ঠিকাদারগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত বিভাগের তালিকাভুক্ত বেশ কয়েকজন ঠিকাদার বলেন, গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বিগত সময়ে ঠিকাদারদের সাথে দুর্ব্যবহার করেন। তার এসব আচরণ, অসহযোগী মানসিকতা ও দুর্ব্যবহারের প্রতিবাদে ঠিকাদাররা তার বিদায় অনুষ্ঠান বয়কট করে।