চাঁদপুরে বিচার বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী

 In চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধি ॥

 

চাঁদপুরে বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে ১৫ আগষ্ট দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২য় তলায় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, যুগ্ম জেলা জজ-১ মুর্শিদ আহাম্মেদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক বেগম সিরাজাম মুনীরা, জেলা লিগ্যাল এইড অফিসার শুভ্রা চক্রবর্তী, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকতা মাহবুবে আলম, কোট ইন্সেপেক্টর ইব্রাহীম খলিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার, সাধারন সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভুইয়া, আইনজীবী মোঃ জহিরুল ইসলাম, রঞ্জিত রায় চৌধুরী, বদিউজ্জামান কিরন, আলহাজ¦ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা নাজির আবদুল্লাহ হিল কাফি প্রমুখ । দোয়া মাহফিলে অংশ নেন বিচার বিভাগের বিচারক, আইনজীবী সমিতির সদস্য সহ অনন্য কর্মকতা-কর্মচারীগন ।

Recent Posts

Leave a Comment