পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ২৫

 In চাঁদপুর, দেশের ভেতর, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ১০নম্বর লক্ষ্মীপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশু বৃদ্ধসহ আহত হয়েছে অন্তত ২৫জন। বুধবার দুপুরে এঘটনা ঘটে। আহতদের অধিকাংশই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, লক্ষ্মীপুর দোকানঘর ও বহরিয়া এলাকার নূর মজিব (২০) রহিমা (১৮) সোমা (২৭) বৃষ্টি (১০) শাহজাহান (১২) আনোয়ার (১৮) জিহাদ (০৪) স্মৃতি (১১) রহিমা (৬৫), মুজিব (৪০) রিনি (১০) আরিফ (০৫) হোসেন (৩০) মমিন (০৪) নূরজাহান (০৫) হৃদয় (০৪)। তাৎক্ষণিক ভাবে আহত বাকীদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর এলাকায় বেশ কিছু দিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ বেড়ে যায়। এলাকাবাসী অনেক চেষ্টা করেও ওসব কুকুর এলাকা থেকে তাড়াতে পারেনি। হঠাৎ করে গত মঙ্গলবার রাতে কয়েকটি কুকুর একাধিক পথচারিকে কামড় দেয়। এরপর বুধবার দুপুর থেকে এসব বেওয়ারিশ কুকুরগুলো নারী শিশু বৃদ্ধসহ প্রায় ২৫জনকে কামড় দেয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
কর্তব্যরত চিকিৎক আসিবুল ইসলাম জানান, জরুরী রোগীদের জলাতঙ্ক রোগপ্রতিরোধক ইনজেশকশান পুশ করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Recent Posts

Leave a Comment