বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী।
চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মী ও বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানান।
Recent Posts