বেশিরভাগ মানুষই সরকারি ত্রাণ পাচ্ছে না: এরশাদ
বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি লক্ষ্য করছি, গত ৩/৪ দিন ধরে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ বন্যার কারণে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছে। সরকার ত্রাণ তৎপরতার কথা বললেও বাস্তবে বেশিরভাগ মানুষই সরকারি ত্রাণ পাচ্ছে না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।’ বুধবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন এরশাদ।
বৃহস্পতিবার শেরপুর ও জামালপুর যাচ্ছেন এরশাদ:
জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা দিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে শেরপুর ও জামালপুর সফর করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি এই দুই জেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া, আগামী ১৯ আগস্ট দিনাজপুরে বন্যাদূর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এরশাদ ও জাপার নেতারা।