শোক দিবসে জেলা প্রশাসনের নানান কর্মসূচি

 In চাঁদপুর, প্রধান খবর

স্টাফ রিপোর্টার:

শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে প্রস্তু‌তি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় চাঁদপুর স্থানীয় সরকার বিভা‌গের উপপ‌রিচালক (উপ-স‌চিব) মোহাম্মদ অব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়মীলীগের সভাপ‌তি ও পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, জেল প‌রিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গ‌নি পাটওয়ারী, জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. মিজানুর রহামান, সিভিল সার্জন ডা. মতিউর রহমান।

জাতীয় শোক দিসব পাল‌নের ল‌ক্ষে প্রস্তু‌তি সভায় গত বছরের কার্যবিরনী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার। সভায় গত বছরের ন্যায় এবছরও ভাব গাম্ভির্যে শোক দিবস পালন করার জন্য আহ্বান জানান। এ বছর সকাল ৯টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র‌্যালী বের হবে। এছাড়া শোক দিবসে এবার রক্তদান কর্মস শোক দিবসে এবার রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম সংযুক্ত হবে।

সভাপতির বক্তব্যে উপ-স‌চিব মোহাম্মদ অব্দুল হাই বলেন, প্রতি বছরের ন্যায় এবারো যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হবে। চাঁদপুরে জেলা প্রশসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবাই যার যার স্থান থেকে সহযোগিতা করলে শোক দিবসের কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে পারবো।

Recent Posts

Leave a Comment