পাগলা কুকুরের কামড়ে আহত ১১

 In চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা

সংবাদদাতা, চাঁদপুর:

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বড় স্টেশন যমুনা রোড, বকুলতলা রোড, কুমিল্লা রোড, কোড়ালিয়া, কালিবাড়ি, গুয়াখোলা, প্রফেসরপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনী এলাকায়। আহতরা হচ্ছে : আঃ আজিজ (১৬), মহিফুর নেছা (২৪), সিয়াম (৬), নুর মোহাম্মদ শেখ (৮৫), নাজমুল হোসেন (৬৮), ফাতেমা বেগম (৩৫), মিলি (৫), সম্রাট (০৭), জামাল গাজী (৩০), আমান উল্যাহ (৩৫) ও জহির গাজী (৩৩)। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, চাঁদপুর শহর ও শহরতলীতে দীর্ঘদিন ধরে হঠাৎ করে ব্যাপক কুকুরের উৎপাত বেড়ে গেছে। প্রতিটি পাড়া মহল্লায় কুকুরের বিচরণে শিশুসহ বয়স্ক মানুষ চলাচল করতে গিয়ে মারাত্মক আতঙ্কে থাকতে হচ্ছে। চাঁদপুর পৌরসভা থেকে বিগত বছরগুলোতে কুকুরের শরীরে ভ্যাকসিন ব্যবহার ও কুকুর মেরে ফেলার উদ্যোগ থাকলেও গত ২ বছর যাবত চাঁদপুর পৌরসভায় কোন কুকুর নিধন ও ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে না। যার ফলে পাগলা কুকুরের কামড়ে পৌরবাসীকে আহত হয়ে নিজেদের উদ্যোগে অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে হচ্ছে। এ ব্যাপারের চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিদেশী সংস্থা থেকে কুকুরসহ পশু নিধন করার জন্যে বারণ করা হয়েছে। যার ফলে আমরা কুকুর নিধন বন্ধ করে কুকুরের শরীরে ভ্যাকসিন ব্যবহার করে যাচ্ছি।

Recent Posts

Leave a Comment