বন্যায় সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

 In দেশের ভেতর

বন্যার পানি দেখতে গিয়ে স্রোতের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার জামালপুরের মেলান্দহ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম জিল্লুর রহমান। তিনি মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামের বাসিন্দা। এর আগে দুপুর ১২টার দিকে জিল্লুর ও তার দুই সহপাঠী নিখোঁজ হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুরে মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে বন্যার পানি দেখতে যায় উমির উদ্দিন পাইলট হাইস্কুলের ছাত্র জিল্লুর রহমান, সজীবসহ চার ছাত্র। এ সময় বন্যার পানির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় জিল্লুর ও তার সহপাঠী সজীব। তাদের বাচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাঁপিয়ে পড়লে তিনিও স্রোতে ভেসে যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া স্থানসহ পাশের ব্রহ্মপুত্র নদে সন্ধান শুরু করেন। ঘণ্টাখানেক পর জিল্লুরের লাশ পেলেও নিখোঁজ দুজনের সন্ধান এখনো চলছে।

Recent Posts

Leave a Comment